OrdinaryITPostAd

ডিজিটাল মার্কেটিং

ডিজিটাল  মার্কেটিং- এর কোন সেক্টরে সবচেয়ে বেশি কাজে চাহিদা থাকে..?? 


ডিজিটাল মার্কেটিং হল ১০০% ফলাফল ভিত্তিক একটি  মার্কেটিং পদ্ধতি। 

ধরে নিলাম আপনার একটি ডিজিটাল  মার্কেটিং এজেন্সি রয়েছে, আমি আপনার এজেন্সির সাথে কন্টাক্ট করলাম তিন মাসের জন্য কিন্তু আপনি আমাকে কাঙ্খিত ফলাফলের ৫০% এনে দিতে পারলেন না। আপনি এখানো দুইটা ভুল করলেন, এক হচ্ছে আপনি আমাকে হারালেন এবং যত আমার দ্বারা যত ক্লাইন্ট পরবর্তীতে পাবেন সেগুলোই হারাবেন। 

অল্প টাকায় অর্থাৎ বিনামূল্য কাস্টমার নিয়ে আসতে হয় এই সেক্টর কে বলা হয় অর্গানাইজট্রাফিক সোর্স সেক্টর এখানে সবথেকে বেশি কাজের চাহিদা আছে এবং ভবিষ্যতেও থাকবে। 

এই সেক্টরে কাজের অনেক চ্যালেন মোকাবেলা করতে হয়,  এই জায়গায় আপনি যদি কাজ করে সফল হতে পারেন তাহলে আপনার দ্বারাই সম্ভব। 

সার্চ ইঞ্জিন অফ-টি-মাইগ্রেশন, ইমেইল এবং সোশ্যাল মিডিয়া marketing এই তিনটি বর্তমান সময়ের জন্য সবথেকে বেশি জনপ্রিয় এবং কার্যকর ডিজিটাল মার্কেটিং এর সেক্টর। 

ডিজিটাল মার্কেটিং এর তিনটি মূল বিষয় আছে আপনি এখন যে সেক্টরেই কাজ করেন না কেন এই তিনটি মূল বিষয় আপনাকে জানতেই হবে, এইগুলো ছাড়া আপনার সফলতা সম্ভব না। আপনাকে শুধু থেকে শেষ পর্যন্ত এই তিনটি বিষয়ের সাথেই কাজ করে যেতে হবে। 

বিষয় তিনটি হল :-

১. কিভাবে অল্প টাকা খরচ করে কাস্টমার নিয়ে আসতে হয়? 

২. কিভাবে সেই কাস্টমারগুলোকে ব্যবসার সাথে জড়িয়ে রাখতে হয়? 

৩. কিভাবে কাস্টমার গুলোকে দীর্ঘ সময় ব্যবসার সাথেধরে রাখতে হয়?  

যদি ক্যারিয়ার তৈরি করার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই একজন ভালো অভিজ্ঞতা সম্পন্ন মেন্টর এর সাহায্য নিন এবং কাজে লেগে পড়ুন।

আর যদি শখের বসে পোস্ট করা হয়ে থাকে তাহলে ইন্টারটেইনমেন্ট ছাড়া আর কিছুই হবে না। 






ডিজিটাল মার্কেটিং শিখতে হলে কি কি বিষয় আগে থেকে জানা লাগবে....?


ডিজিটাল মার্কেটিং একটি বিশাল বড় ক্ষেত্র, পুরো ক্ষেত্র সম্পর্কে একজন ব্যক্তির একাই সবকিছু জানা সম্ভব হয়ে ওঠে না। 

যদি কেউ বলে যে আমি ডিজিটাল মার্কেটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবে জানি তাহলে সেই ব্যক্তিকে নিয়ে আমার সংশয় আছে। 

কেউ কনটেন্ট মার্কেটিং এ খুব পারদর্শী হয়ে ওঠে, কেউবা সার্চ ইঞ্জিন অপটিমাইযেশনে অনেক পারদর্শী হয়। আবার কেউ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ অনেক বেশি দক্ষ হয়ে থাকে। 

পুরো ডিজিটাল মার্কেটিং এরিয়াতে দক্ষ হওয়া জটিল এবং সময় সাপেক্ষ বিষয় এটি একটি দলবদ্ধ কার্যক্রম বটে, বিভিন্ন ক্ষেত্রে দক্ষ বলে সমন্বয়ে তৈরি হয় একটি শক্তিশালী দল। 

👉 ডাটা এন্টি। 

👉 বেসিক ওয়েব কডিং। 

👉 গ্রাফিক্স ডিজাইনিং। 

👉 সেলস কপিরাইটিং। 

👉 ডাটা অ্যানালির্টিক্স।

👉 কনটেন্ট। 

👉 স্টোরি টেলিং। 

👉 কনজিউমার বিহেভিহার।

👉 মৌলিক মার্কেটিং। 

👉 ভিডিও এডিটিং। 

👉 এক্সকুলুসিপ প্রেজেন্টেশন স্কিল। 

👉 বিজনেস স্কিলস 

👉 সোশ্যাল মিডিয়া 

👉 বেসিক ইনফরমেশন টেকনোলজি। 

ইত্যাদি সহ আরো অসংখ্য বিষয় আছে যা ডিজিটাল মার্কেটিং করার আগে জানতে হবে। অবাক লাগতে পারে কিন্তু আমি শিওর যে এই বিষয়গুলো মোটামুটি ভাবে সবগুলো আয়ত্তে আনতে হবে। 

ডিজিটাল মার্কেটিং খুব চাহিদা সম্পন্ন একটি পেশার তৈরি হয়ে যাচ্ছে যেকোনো একটি জায়গা কে নির্বাচন করে সেখানে সব থেকে বেশি ফোকাস দিতে হবে এবং বাকি এরিয়া গুলোতে প্রাইমারি  নজর নিয়ে রাখতে হবে।

এটি একটি সানরাইজ  ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিতে কেবল যাত্রা  শুরু করে কেউ যদি বলে যে আমি খুবই দক্ষ ডিজিটাল মার্কেটার ভুলেও বিশ্বাস করবেন না। 

 ডিজিটাল মার্কেটিং দক্ষ হওয়ার মানেটা হচ্ছে আপনি আপনার ব্রান্ড বা কোম্পানিকে মানুষের মাঝে কিভাবে উপস্থাপন করবেন। কতটুকু বুদ্ধি আপনি কাজে লাগান ইত্যাদি। 



1. Advertisement বা বিজ্ঞাপন। 


. আপনি আপনার বিজ্ঞাপন যতই আকর্ষণীয় বা ক্লিকবেট করবেন আপনার বিজ্ঞাপনটির তথ্যই বেশি প্রচার হবে। এখন এখানে বিজ্ঞাপন কিন্তু অনেক ধরনের হতে পারে। যেমন : ফেসবুক, গুগল থেকে শুরু করে ইউটিউব এবং ভিডিও বিজ্ঞাপন হতে পারে। 

👉 google  অ্যাইড শিখে রাখবেন। 

👉 facebook অ্যাইড শিখে রাখবেন। 


. ট্রিক পিপল :

👉 সাধারণত বিজ্ঞাপন গুলো অনেকটা সাদামাটা হয়ে থাকে সেখানে ক্লিক করা তো দূরের কথা খারাপ ফিল করে। 

👉 এখানে আপনি ডিসকাউন্ট, অফার দিবেন। মার্কেট কি কি বিষয়ে চলতেছে তাদের বিজনেস মডিউর কেমন ইত্যাদি বিষয়ে চোখ রাখতে হবে। 


2. Reach people!  মানুষের কাছে আপনার কোম্পানি পাকিস্তান কি পৌঁছানো। 


. ওয়েবসাইট সম্পর্কে পুরোপুরি ধারণা থাকা লাগবে।

👉 বর্তমানে ৬০% এর বেশি ওয়েবসাইট তৈরি করা হয় করতে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। আপনাকে অবশ্যই ওয়ার্ডপ্রেস শিখে রাখতে হবে। 

👉 এইচডিএমআই সিএসএস জাভাস্ক্রিপ্ট (অপশনাল)।

. সার্চ ইঞ্জিনেশন অপটিমিটেশন। 

👉 কনটেন্ট বা আর্টিকেল রাইটিং সম্পর্কে ধারণা থাকতে হবে 

👉 ওয়েবসাইট স্ট্রাকচার টেকনিক্যাল SEO, off-page SEO সম্পর্কে ধারণা থাকতে হবে। 


. google লিস্টিং বা ম্যাপ এর কারিশমা। 


👉 আপনার কোম্পানিটি অবস্থান করতেছে লোকজন সহজে আপনার অথবা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারে তার জন্য গুগল ম্যাপে আপনার কোম্পানির একটি প্রোফাইল তৈরি করে রাখবেন, যাকে ম্যাপ লিস্টিং বলা হয়। 

. ফেসবুক পেজ / Facebook ads. 

👉 বর্তমানে বাংলাদেশের জীবিত না মার্কেটিং এর অন্যতম একটি উৎস হচ্ছে ফেসবুক পেইজ।যেখানে আপনি লক্ষাধিক মানুষের কাছে আপনার কোম্পানি কিংবা প্রতিষ্ঠানটিকে রিচ করতে পারবেন। তবে অনেকটা টাকা পয়সার বিষয়, তাই স্ক্রিপ করে ধীরে সুস্থে কাজ করবেন। 

👉 ফেসবুক পেইজ ডিজাইন করা শিখতে  হবে। 

👉 কিভাবে পোস্ট র‍্যাংকিং করবেন শিখতে হবে। 

👉 ফেসবুক অ্যাপ তৈরি করা শিখতে হবে। 


3. Engage with your customer, গ্রাহক কিংবা ক্রেতাদের লেগে থাকুন। 


. Google analytics 

👉 গুগল পেনালিটি হচ্ছে পাওয়ারফুল একটি ম্যানেজমেন্ট প্রসেস। আপনার ওয়েবসাইটে কি পরিমান ট্রাফিক এসেছে কিভাবে হয়েছে সেটা আপনি এটার মাধ্যমে নির্ণয় করতে পারেন। 


. Facebook creator board

👉 গুগলের মতো ফেসবুকে পেজ এডমিনরা তাদের পোস্ট কতটুকু রিচ হয়েছে কিংবা কতটুকু ক্লিক এসেছে সেটা জানতে পারবে এনালিটিক্স এর মাধ্যমে। 


. Email marketing 

👉 ২১ শতকের সবচেয়ে পাওয়ারফুল একটি ডিজিটাল  মার্কেটিং হচ্ছে ইমেইল মার্কেটিং। অথচ গ্রাহককে ইমেইলের মাধ্যমে আপনারা প্রোডাক্ট কিংবা সার্ভিসেস প্রচার করা। এছাড়াও আপনি চাইলে তাদের বিভিন্ন অফার দিয়ে আপনার সেল বাড়াতে পারবেন। 


. SMS marketing

👉 এটা শিখে রাখতে হয় না ইতি গ্রাহকের ক্রয় করার সময় তাদের পার্সোনাল ডকুমেন্ট বা ফোন নাম্বার রেখে দিবেন। এবং পরবর্তীতে আপনি একসাথে সবার নাম্বারে আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসেস রিলেটেড মেসেজ পাঠিয়ে দেবেন। ৯৯% কাজে দিবে। 

এগুলো বাদেও আরো অনেক কিছু ডিজিটাল মার্কেটে বর্তমানে শিখছেন। It is all about updating. কখন কোন স্টান্টিজ কাজে দিবে তা কেও বলতে পারে না। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

কমেন্ট করুন;

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪