OrdinaryITPostAd

কিভাবে নিজের মধ্যে একটি ব্যক্তিত্ব নিয়ে আসবো...?

নিজের মধ্যে একটি ব্যক্তিত্ব নিয়ে আসতে হলে প্রথমে আপনার নিজের দৃষ্টিভঙ্গি বোঝা প্রয়োজন। আপনার মতামত, মূল্য, শিখনের প্রবৃদ্ধি, আদর্শ এবং স্বভাব নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। আপনি নিজের যে দিকে আগ্রহী এবং যে ক্ষমতা সম্পন্ন, সেটা উন্নত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আর উন্নতি করতে, নিজের মৌলিক শক্তিগুলো বৃদ্ধি দেওয়া যেতে পারে। নিজের শীর্ষ ক্ষমতা এবং দক্ষতা উন্নত করতে প্রচেষ্টা করুন। আপনার যে সুযোগ এবং প্রতিষ্ঠান থাকে, সেগুলো প্রয়োজনীয় ট্রেনিং, সেমিনার এবং কোর্স সরবরাহ করতে পারে। এছাড়াও আপনি নিজের স্বদেশ অস্থায়ী ও সম্পর্কে সচেতন থাকতে পারেন এবং নিজের কাজের দিকে আরো নির্ভরশীল হতে পারেন। 




নিজেকে আকর্ষণ করে তুলবো কিভাবে... 👨‍🎓


1. পোশাক আশাকে অত্যন্ত পরিপাটি থাকুন। 

2. নিজেকে নিট এন্ড ক্লিন রাখুন। 

3. নিয়মিত সুগন্ধি বা পারফিউম ব্যবহার করুন। 

4. সর্বদা হাস্যােজ্জ্বল এবং হাসিখুশি থাকুন। 

5. কনফিউজেন্টলি চলাফেরা করুন। 

6. কথা বলার সময় চোখে চোখ রাখুন। 

7. রুচিশীল পোশাক পড়ুন। 

8. পর্যাপ্ত ঘুমান সময় ও রুটিন অনুযায়ী চলুন। 

9. নিজের জানার পরিধি বিস্তারিত রাখুন। 



নিজের ব্যক্তিত্বের মূল্য কিভাবে বাড়িয়ে তোলা যায়...? 


১. নিজের অবস্থান, মূল্য সম্পর্কে সচেতন হওয়া। যে আপনাকে রেসপেক্ট করে আপনার সাথে কোয়ালিটি টাইম শেয়ার করতে চাই তার সাথে চলুন আর যে আপনার সাথে ভাব নেই, অতি ব্যস্ততা দেখায় তাকে স্ট্রেইট এড়িয়ে চলুন। 

২. নিজের আয় এবং ব্যয় নিয়ে সচেতন হন। মনে রাখবেন আপনার মূল্যবান  ব্যবহার্য জিনিসের চেয়ে পকেটের ক্যাশ টাকার মূল্য বিপদের সময় বেশি কাজে লাগে। তাই খুব জরুরী। তাই ব্যয় কমিয়ে সঞ্চয়ী আয় ব্যবস্থা করুন। 

৩. প্রেম, মেয়ে ব্যাপার গুলি যেন আপনার মূল্যবান সময় পিছিয়ে না দেয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এগুলো কাজের ফাঁকে চলুক, কাজ বাদ দিয়ে নয়। 

৪. চাকরি ভালো না লাগলে নিজের কে সাজিয়ে ব্যবসা করুন। নিজের আত্মবিশ্বাস আপনাকে আরো ব্যক্তিত্ব এনে দেবে। 

৫. সবার প্রতি তো আসিল হন। মানুষকে সাহায্য করলে আপনার নিজের ব্যক্তিত্ব নিজের কাছে বাড়বে। 



কিভাবে নিজের ব্যক্তিত্ব দৃঢ় করবো..?


ব্যাক্তিত্ব :- 

একজন মানুষের আচার আচরণের সমষ্টি যার মাধ্যমে  ওই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য এবং কাজকর্ম প্রতিফলিত হয় । 

যেহেতু ব্যক্তিত্ব (সেটা ভালো বা খারাপ যাই হোক) বিষয়টি মানুষের আচার-আচরণের ওপর নির্ভর করে, সে ক্ষেত্রে আচার পরিবর্তনের মাধ্যমে অবশ্যই ব্যক্তিত্ব বানানো সম্ভব। 

নিচে তিক্ত বৃদ্ধি করার সেরা 10 টি কৌশল তুলে ধরা হলো :

১. ভালো শ্রোতা হন

শুনুন বেশি, বলুন কম। যখন অনেক কথা শোনার পর মূল বিষয়ের ওপর অল্প বাক্য কি বলবেন, তখন আপনার ব্যক্তিত্বের প্রকাশ পাবে। সেজন্য সব সময় কথা শোনার ওপর জোর দিন। যে কোন নতুন পরিবেশে ভালো মনের শ্রোতা হতে পারলে আপনার প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে। 

২. কথা বলার কৌশল জানুন : 

কথা বলাটা অনেক ক্ষেত্রে একটা আর্ট হিসেবে ধরা হয়। আমরা সবাই কথা বলতে জানি, কিন্তু ব্যক্তিত্ব ধরে রাখার জন্য কথা বলার কৌশল জানা খুবই জরুরী। এজন্য হাসিমুখে মিষ্টি সুরে কথা বলার চেষ্টা করুন। কথাবার্তায় মাধুর্যতা থাকলে যে কোন পরিবেশে মর্যাদা নিয়ে চলতে আপনাকে কষ্ট পহাতে হবে না। 

৩. সবাইকে সম্মান দিয়ে কথা বলুন :

সম্মান দিয়ে কথা বলুন, সম্মান অর্জন হলে সম্মান করা শিখতে হয়। ব্যক্তিত্ব বৃদ্ধির কৌশল হিসেবে প্রত্যেক মানুষকে সম্মান করতে হবে। যারা অন্যকে সম্মান করে কথা বলে, যে কারোর ভালো কাজে প্রশংসা করে তাদেরকে লোকজন সম্মানের সহিত মনে রাখে। 

৪. সবার সাথে হাসি মুখে কথা বলুন : 

হাসি আপনার ইগো কে  নিয়ন্ত্রণ করে। শ্রোতার মনোযোগ ধরে রাখার  জন্য মিষ্টি হেসে কথা বলুন। মুখে সবসময় হাসি থাকলে লোকজন আপনাকে ইতিবাচক মানুষ হিসেবে বিবেচনা করবে। এভাবে আপনি যে কারোর মন খুব সহজে আকৃষ্ট করতে পারবেন। আপনার কথাগুলো মনো মুগ্ধ হয়ে শুনতে থাকবে যদি,সঠিক সময়ে মিষ্টি হেসে কথা বলতে পারেন। 

৫. বুঝে শুনে কথা বলুন : 

অযথা কথা বলতে থাকলে আপনার ব্যক্তিত্ব হ্রাস পাবে। নিজের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে কথা বলতে যাবেন না। ব্যক্তিত্ব পরিমাপের উপায় হিসেবে লোকজন আপনাকে অযথা কথাবার্তা থেকে ধারণা লাভ করে নিবে। তাই জানার পরিধির বাইরে গিয়ে কথা বলতে যাবেন না। বুঝে শুনে কথা বললে আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে। 

৬. জানার পরিধি বৃদ্ধি করুন : 

নতুন নতুন বিষয়ে জানার পরিধি বাড়তে থাকুন। জানার পরিধি বাড়তে থাকলে নিজের ভিতরে অনেক বিষয়ের সচেতনতা, দক্ষতা বৃদ্ধি পাবে। জ্ঞানী লোককে সবাই সমাদর করে। 

৭. ইতিবাচক মানুষের সাথে চলুন :

ব্যক্তিত্ব গঠনের উপায় হিসেবে সব সময় ইতিবাচক মানুষের সাথে চলুন। নিতিবাচক মানুষকে লোকজন পছন্দ করে না। গীতক, পরনিন্দা, অন্যদের দোষ ত্রুটি নিয়ে সমালোচনা করা এইগুলো থেকে বিরত থাকুন। ইতিবাচক মানুষের সাথে চলাফেরা করলে নিজের ভেতরে ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে। ব্যক্তিত্ব ধরে রাখার উপায় হিসেবে ইতিবাচক মানুষের সাথে চলাফেরা খুবই গুরুত্বপূর্ণ। 

৮. যে কোন কাজে নেতৃত্ব দেয়ার চেষ্টা করুন :

নেতৃত্বদানকারী ব্যক্তিকে সবাই মনের রাখে। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আপনি নেতৃত্বের ভূমিকায় থাকলে খুব সহজেই সবার মাঝে পরিচিত হয়ে যাবেন। সমাজের যেকোনো কাজে সবসময় নেতৃত্ব দেয়ার চেষ্টা করুন। 

সবার বিপদে এগিয়ে যাওয়া, পাড়া মহল্লার সকলের সাথে যোগাযোগ করা, যে কোন অনুষ্ঠানে দায়িত্ববান হয়ে কাজ করা, ইতিবাচক চিন্তাভাবনা রাখা, সচেতনতার সাথে কাজ সম্প্রদান করা, আন্তরিকতার নিয়ে এগিয়ে যাওয়া, বিশ্বাস অর্জন করা, সৃজনশীলতা বাড়ানো ইত্যাদি কাজের মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটবে। জনপ্রিয় হওয়া উপায় হিসেবে নেতৃত্ব অনেক বড় ভূমিকা পালন করে। 

৯. প্রতিজ্ঞা গুলো সময় মত পূরণ করুন :

অন্যের সাথে যেকোনো বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ  হয়ে গেলে অবশ্যই সেটি সময় মত পূরণ করুন। ব্যক্তিত্ব ব্যক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল টাইম ম্যানেজমেন্ট। প্রতিজ্ঞা আদায় করতে আপনি যদি গরিমুশি করেন তাহলে লোকজন আপনাকে নেগেটিভ চোখে দেখবে। কথা ভঙ্গকারী লোকজনকে কেউ পছন্দ করেনা সেজন্য কখনোই প্রতিজ্ঞা আলসেমি করে ভুলে যাবেন না। 

১০. পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন : 

স্মার্ট পোশাক সব সময় আপনার মনকে সতেজ রাখে। পরিষ্কার পরিচ্ছন্ন লোককে সবাই পছন্দ করে। ব্যক্তিত্ব বৃদ্ধির কৌশল হলো নিয়মিত গোসল করা, পরিচ্ছন্ন কাপড় পরিধান করা, হাত পায়ে নখগুলো ছোট করে রাখা, চুলগুলো পরিষ্কার রাখা এবং ইস্টাইলের সাথে রাখুন। 



সম্পর্কে কিভাবে ব্যক্তিত্ব ধরে রাখবো..? 


1. বারবার নক দেবেন না অনলাইনে। 

2. অনলাইনে লাস্ট টেক্সটি যদি হয় hum/valo তাহলে আর তাকে টেক্সট করার দরকার নাই। 

3. কখনোই বলবেন না, আমি পারবো না (কোন বিষয়ে)। বলবেন, এটা আমার জন্য চ্যালেঞ্জিং / তোমার হেল্প লাগতে পারে। 

4. কখনোই নিজের উইথ পয়েন্ট তার সাথে শেয়ার করবেন না। 

5. পোশাক পরিচ্ছদে যথেষ্ট মার্জিত করবেন। 

6. কথা বলার সময় কোন মুদ্রা দোষ থাকলে এড়িয়ে চলুন। 

7. প্রতিটা কথার ভেতরে টুরিস্ট রাখার চেষ্টা করুন। 

8. সব সময় ভেঙে চুরে ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। 

9. গুরুত্বপূর্ণ কথার মাঝে একটু হলেও ইন্টারস্টের্টিং ইনফরমেশন দেওয়ার টাইপ করুন। যেইটা স্বাভাবিক মানুষের জানার কথা নয়। 

১০. সর্বোপরি বই পড়ুন, অনলাইন অফলাইন থেকে এবং রিয়েল লাইফ থেকে প্রচুর ইনফরমেশন বের করুন। বাজে অভ্যাস এড়িয়ে চলুন দেখবেন আপনার পার্সোনালিটি প্রেমে নিজেই পড়ে গেছেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

কমেন্ট করুন;

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪