অভিজ্ঞতা ছাড়াই উপার্জন...!
একটু রিয়েল লাইফের কথা চিন্তা করে দেখুন তো.!
আপনার কাছে যদি কেউ এসে বলে, আমাকে ১০০ টাকা দিন.! তাহলে কি আপনি দিবেন.! বড়জোর ৫-১০ টাকা দিতে পারেন।
বিষয়টি এভাবে ভেবে দেখুন, আপনার একটি ফেসবুক বিজনেস পেজ খুব খুব দরকার আপনি সেটাকে খুলতে পারছেন না। আপনার প্রশ্ন অনুযায়ী আপনি কি এখন কাউকে নিযুক্ত করবেন এই বিজনেস পেজটি খোলার জন্য.? উত্তর হচ্ছে করবেন না, আপনি তার কাছে সাহায্য নিবেন যিনি এর আগে সফলভাবে খুলেছে বা এখন পরিচর্যা করছে।
অভিজ্ঞতা না হলে অনলাইন উপার্জন করা যায় না, কিন্তু দক্ষতা আপনার লাগবেই। যদি দক্ষতা এবং অভিজ্ঞতা ছাড়া কাজে নেমে পড়েন তাহলে বিভিন্ন ধরনের অনলাইন কবিরাজদের শিকার হবেন, যাদের বেশিরভাগ দের কমন ডায়লগ হচ্ছে ঘরে বসে হাজার হাজার গলার ইনকাম।আপনি হাজার হাজার ডলার ইনকাম দেখে ঝাপিয়ে পড়বেন আপনার সুযোগ লাগিয়ে আপনার পকেট কাটা শুরু করবে।
কোন কাজের অভিজ্ঞতা ছাড়া কখনো টাকা উপার্জন করা যায় না। অনলাইনে টাকা উপার্জন করতে চাইলে আপনাকে কোন একটি কাজে দক্ষ হতে হবে, সাথে ইংরেজি ভাষাও জানতে হবে। অনলাইনে আয় করার অনেক উপায় আছে। এর মধ্যে সময় নিয়ে আপনাকে খুজে বের করতে হবে কোন কাজটি করলে আসলেই উপার্জন করা যায়।
সহজ ফ্রিল্যান্সিং কাজ খুঁজছেন.?
যার নতুনরাও করতে পারে। ফ্রিল্যান্সিং তাদের জন্য একটি আশ্চর্যজনক সুযোগ যারা নিজের সময় দিয়ে অর্থ উপার্জন করতে চান। কিন্তু যদি আপনার কোন অভিজ্ঞতা না থাকে.? চিন্তা করবেন না.! আমরা সহজ ফ্রিল্যান্সিং কাজ খুঁজে বের করতে হবে যেখান থেকে সঠিকভাবে উপার্জন করা যায় এমন সাইদ খুঁজে বের করতে হবে।
কিভাবে ফ্রিল্যান্সিং সফল হবো...?
ফ্রিল্যান্সিং এ সফল হতে হলে কয়েকটা গুন আপনার অবশ্যই থাকতেই হবে :
1. প্রচুর পরিমাণে কম্পিউটারের সামনে বসে থাকার ধৈর্য থাকতে হবে।
2. আপনি যে ইসকিল পারেন তা বারবার প্র্যাক্টিস করতে হবে।
3. আপনার স্কিল রিলেটেড ব্লক, youtube টিউটোরিয়াল দেখতে হবে।
4. নিয়মিত আপনার স্কিল মার্কেটিং এ কেমন চাহিদা আছে তা যাচাই করতে হবে।
5. আপনার স্কিল নিয়মিত আপডেট করতে হবে।
6. ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সারদের সাথে কমপ্লিটেশন দেওয়ার মতো সাহস থাকতে হবে।
7. সব সময় পৃথিবীর সেরা সেরা কাজ করে ডেলিভারি দিতে হবে ক্লাইন্ট কে।
8. সব সময় অনলাইনে কানেক্টেড থাকতে হবে।
9. নিজের ব্রান্ডিং নিজেই করতে হবে।
10. কাজে লেগে থাকতে হবে প্রচুর পরিমাণে।
এগুলো করতে পারলে আমি আশা করি আপনি ফ্রিল্যান্সিং এ সফল হতে পারবেন।
আমি কয়েকটি সহজ মুক্ত পেশার উদাহরণ দিচ্ছি। এগুলো করে খুব সহজে উপার্জন করা যেতে পারে।
★ ভিডিও এডিটিং
★ ভিডিও এনিমেশন
★ গ্রাফিক্স ডিজাইন
★ কপিরাইটিং
★ ইনফোগ্রাফিক্স
★ মার্কেট রিসার্চ
★ কিওয়ার্ড রিসার্চ
★ ক্যাম্পেইন তৈরি করা
★ টাইপোগ্রাফি ডিজাইন
★ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি
★ রিসেলিং
★ ওয়েবসাইট তৈরি ও বিক্রি করা
★ প্রজেক্ট ভিত্তিক এলপ্লিকেশন তৈরি করা
★ অডিও বুক তৈরি করা
★ প্রডাক্টিভ টুলস তৈরি করা
★ অ্যাফিলিয়েট মার্কেটিং
★ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি।
কমেন্ট করুন;
comment url